সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ গত ২০ বছরে গোটা বিশ্বে মুরগীর সংখ্যা বেড়ে দ্বিগুন হয়েছে। মুরগীর মাংস ও ডিম আপামর বিশ্ববাসীর খাদ্যের একটি প্রধান অংশ দখল করে আছে।
করোনা অতিমারীর ভয়ানক পরিস্থিতির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশেষজ্ঞ চিকিৎসক মাইকেল গ্রেগার দাবী করেছেন মুরগী থেকে ছড়াতে পারে বার্ড ফ্লু র মত মারাত্ত্বক ব্যাধী যা করোনা ভাইরাসের থেকেও ভয়াবহ। তাঁর রচিত হাউ টু সারভাইভ এ প্যানডেমিক নামক বইয়ে তিনি এই সম্মন্ধে বিস্তারিত বিবরণ দিয়েছেন।
তিনি বলেন মুরগীগুলোকে যেভাবে গাদাগাদি করে রাখা হয় এবং যে রাসায়নিকের প্রয়োগ হয় তাদের দ্রুত বেড়ে ওঠার জন্য, উভয় পদ্ধতিই আগামী দিনে ভাইরাসের উদ্ভব ও সংক্রমণের জন্য যথেষ্ট। এই রোগ আক্রান্তদের ফুস্ফুস ও শরীরের অভ্যন্তরীণ কোষের অসম্ভব ক্ষতি করে এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়। ১৯৯৭ সালে এই মহামারীতে হংকঙের প্রায় এক তৃতীয়াংশ মানুষ আক্রান্ত হয়েছিল।
…ARC