-Advertisement-

স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী মহিলা উপাধ্যক্ষা, শুনতে হয়েছিল,’তুমসে না হো পায়েগা’

দেশের খবর সাধারণ খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ওঁরাও উপজাতিভুক্ত মহিলা সোনাঝারিয়া মিনজ্‌ স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম আদিবাসী মহিলা উপাধ্যক্ষা হিসেবে নিযুক্ত হলেন ঝাড়খণ্ডের সিধো-কানহো-মুর্মু বিশ্ববিদ্যালয়ে।

-Advertisement-

একটি প্রকাশনার সঙ্গে সাক্ষাতকারে পিএইচডি প্রাপ্ত এই উপাধ্যক্ষা জানান শিক্ষার জন্য কীভাবে তাকে কঠোর লড়াই করতে হয়েছিল। তাঁর স্কুলের অঙ্কশিক্ষক, যিনি উপজাতি সম্প্রদায়ভুক্ত নন, তাঁকে বলেছেন,’তুমসে না হো পায়েগা (আপনি এটি করতে সক্ষম হবেন না)’। অঙ্কের মত কঠিন বিষয়ে তিন তিনবার ১০০ শতাংশ পেয়েও অঙ্ক নিয়ে স্নাতকোত্তর করতে বারণ করা হয়েছিল তাঁকে। এমনকি কোন ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার মত অবস্থায়ও তাঁর ছিল না।

সমস্ত প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই করে তিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই পি.এইচ.ডি. এবং এম.ফিল. করেন কম্পিউটার সায়েন্সে। এর আগে তিনি দীর্ঘদিন অধ্যাপনা করেছেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপিকা হিসাবে নিযুক্ত ছিলেন কম্পিউটার এন্ড সিস্টেম সায়েন্স বিভাগে। অধ্যাপনার পাশাপাশিই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যা ছিলেন তিনি।

-Advertisement-

সম্প্রতি, মিনজ তামিলনাড়ুর তিরপুরপুরের টেক্সটাইল হাবে আটকা পড়ে ১৪১ জন মহিলা শ্রমিককে ফিরিয়ে আনতে সহায়তা করেন। গত শুক্রবার ঝাড়খণ্ডের রাজ্যপাল ও সিধো-কানহো-মুর্মু বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষা দ্রৌপদী মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষের দায়িত্ব তুলে দেন তাঁর হাতে।

-Advertisement-

…ARC

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-