সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ রাজ্যের সুরাপ্রেমীদের জন্য সুখবর! অন্যান্য পড়শি রাজ্যের মত এবার আমাদের রাজ্যেও চালু হতে চলেছে অনলাইন মদ ডেলিভারি ব্যবস্থা। ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড বা বেভকো এক বিবৃতিতে জানায় রাজ্য আবগারি দপ্তর বহুদিন ধরেই এই প্রস্তাব পেশ করে আসছিল এবং সম্প্রতি একটি মামলার শুনানিতে সুপ্রীম কোর্ট করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ত্বের কথা মাথায় রেখে রাজ্য সরকারগুলিকে মদের অনলাইন বিক্রি বা হোম ডেলিভারী করার অনুমতি দেয়।
সুত্রের খবর আগামী ১৫ ই জুন বিকেল ৪ টের মধ্যে সল্টলেকের বেভকোর দপ্তরে আগ্রহী ডেলিভারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদন করতে বলা হয়েছে। অর্থাৎ কিছুদিনের মধ্যেই ঘরে বসে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের পানীয়টি সুইগি বা জোমাটোর মত ডেলিভারি সংস্থার মাধ্যমে।
…ARC