সংবাদ ভাস্কর নিউজ : : টানাপোড়েনের মধ্যে দিয়ে নতুন রাজ্য কমিটি ঘোষণা বিজেপির। লোকসভা নির্বাচনের আগেই একঝাঁক নতুন মুখ দলে ঠাঁই পেয়েছিল, টিকিটও পেয়েছিলেন তাঁদের অনেকেই। কিন্তু বড়সড় সাংগঠনিক দায়িত্ব তাঁদের দেওয়া হবে কি না , তা নিয়ে জোর তর্ক চলছিল মুরলীধর সেন লেনে। রাজ্য নেতৃত্বের নতুন চেহারা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, ২০২১-এর দিকে তাকিয়ে আপাতত সে টানাপড়েন কিছুটা দূরে সরিয়ে রাখতে পারল বিজেপি। সাধারণ সম্পাদক পদে যেমন থেকে গেলেন পুরনো প্যানেলেরই সায়ন্তন বসু, সঞ্জয় সিংহরা, তেমনই যুব, মহিলা, এসসি এবং এসটি মোর্চার দায়িত্ব গেল দলে অপেক্ষাকৃত অনেকটাই নতুন সৌমিত্র খাঁ, অগ্নিমিত্রা পাল, দুলাল বর, খগেন মুর্মুদের হাতে। সহ-সভাপতি হলেন অর্জুন সিংহ, ভারতী ঘোষরা। রাজ্য সম্পাদকের পদ পেলেন সব্যসাচী দত্ত।
পঃ বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি
সভাপতি – শ্রী দীলিপ ঘোষ
সহ সভাপতি –
সুভাষ সরকার
বিশ্বপ্রিয় রায়চৌধুরী
প্রতাপ ব্যানার্জি
রাজকমল পাঠক
বাপি মিত্র
রিতেশ তেওয়ারী
জয়প্রকাস মজুমদার
অর্জুন সিং
অনিন্দ্য ব্যানার্জি
দীপেন প্রামানিক
ভারতী ঘোষ
মাফুজা খাতুন
সাধারণ সম্পাদক –
সায়ণতন বসু
লকেট চ্যাটার্জি
জ্যোতির্ময় মাহাতো
সঞ্জয় সিং
রথীন্দ্রনাথ বসু
সম্পাদক –
তুষার মুখার্জী
দিপাঞ্জন গুহ
বিবেক সনকার
সব্যসাচী দত্ত
ফাল্গুনী পাত্র
তনুজা চক্রবর্তী
সংহমিত্রা চৌধুরী
সর্বরী মুখার্জী
অরুণ হালদার
তুষার ঘোষ
মহিলা মোর্চা –
অগ্নিমিত্রা পাল
যুব মোর্চা
সৌমিত্র খাঁ
কিষান মোর্চা
মহাদেব সরকার
এস সি মোর্চা
দুলাল বর
এস টি মোর্চা
খগেন মুর্মু
সংখ্যালঘু মোর্চা
আলী হোসেন