সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ভারতীয় জনতা পার্টির ‘চানক্য’ কি এবার ভোটের দামামা বাজালেন? সম্প্রতি অমিত শাহের একটি নির্দেশ ঘিরে এরকমই এক খবর হাওয়ায় ভাসছে।
সুত্রের খবর, বিহারের দলীয় কর্মী ও নেতৃবৃন্দকে একটি নির্দেশে অমিত শাহ আগামী সপ্তাহ থেকে নির্বাচনী প্রচার ও কর্মসূচী শুরু করতে বলেন। তারপর থেকেই শুরু হয় জোর গুঞ্জন। তাহলে কি বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে সরকার? এতদিন লকডাউনের কারনে সমস্ত দলীয় কাজ বন্ধ রাখা হয়েছিল। কড়াকড়ি কিছুটা শিথিল হওয়ার কারনে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে এই সভা শুরু করা হবে বলে খবর।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে বিহারে ১৪ টি খারিফ শস্যের দাম বেঁধে দেওয়ায় কৃষকরা খুশি। আর এই অনুকুল পরিস্থিতিকে কাজে লাগিয়েই কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে অনেকে মনে করছেন। তবে প্রশ্ন একটাই – নিতীশকুমার কে নিয়ে লড়বে দল না একাই এগিয়ে যাবে নির্বাচনী ময়দানে?
আপাতত অপেক্ষা এর উত্তরের।
…ARC