-Advertisement-

আসুন ঘুরে আসা যাক ‘মূক-বধিরদের গ্রাম’ থেকে

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ‘বোবাকালা মানুষদের গ্রাম’ বা ডেফ ভিলেজ। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উত্তরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম বেংকালা। মাত্র তিন হাজার মানুষের বাস সেখানে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রামটির জনপ্রিয়তা কিন্তু একটি বিশেষ কারনে। কারণটি হল এই গ্রামের সকল অধিবাসীই প্রায় মূক ও বধির। এরা একে অপরের সঙ্গে কথা বলেন সাংকেতিক ভাষায়। কোন পর্যটক গ্রামে এলেও এরা ইশারায় কথা বলেন তাদের সাথে।

-Advertisement-

এই বিশেষ ভাষার দেশীয় নাম ‘কাতা কোলক’ বা ‘the talk of the deaf’। বেংকালার সাত প্রজন্ম ধরে এরকমভাবেই মূক ও বধিরদের জন্ম হচ্ছে। ভৌগোলিকভাবে কেন্দ্রিক রিসেসিভ জিন দ্বারা সৃষ্ট যার নাম ডিএফএনবি 3 এর জন্য দায়ী। গ্রামবাসীরা অবশ্য বিশ্বাস করে বধিরতা একটি অভিশাপের ফলাফল। তবে ইদানীং, গ্রামের বাসিন্দারা আন্তর্জাতিক সাংকেতিক ভাষাও শিখছেন। দেশ-বিদেশ থেকে এই গ্রামে আসা পর্যটকদের মূল আকর্ষণ হল ‘জাঞ্জের কোলক’ বা বধিরদের নৃত্য।

…ARC

-Advertisement-

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-