-Advertisement-

সুরের জগত ছেড়ে চিরবিদায় ওয়াজিদের

দেশের খবর বিনোদন

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ মাত্র ৪২ বছরেই শেষ হল তাঁর সুরেলা জীবন। গতরবিবার মধ্যরাতে মুম্বাইএর একটি হাসপাতালে শেষ হল বিখ্যাত সুরকার সাজিদ-ওয়াজিদ জুটির অন্যতম ওয়াজিদ খানের জীবন।

-Advertisement-

সম্প্রতি সবার প্রিয় অভিনেতা ইরফান খানের মৃত্যুর পর তিনি টুইট করেছিলেন,”এই লুকোচুরি খেলায় সবসময় একজন খুঁজতেই থাকে। আর যে লুকিয়ে পড়ে সে কিছুতেই সামনে আসেনা ইরফান ভাই..।” এবার ওয়াজিদই চিরতরে লুকিয়ে পড়লেন চিরশান্তির দেশে।

হিন্দি সিনেমার জগতে তাঁর সুর দেওয়া অসংখ্য গানগুলি থেকে যাবে শ্রোতাদের মনের মণিকোঠায়। বিশেষ করে অভিনেতা সলমন খানের লিপে তাদের গানগুলি দর্শকের কাছে ভীষণ প্রিয়। অমিতাভ বচ্চন থেকে শ্রেয়া ঘোষাল, এ আর রহমান থেকে জাভেদ আখতার সবার টুইটে উঠে এসছে তাঁর প্রতিভা আর আন্তরিকতার কথা।

-Advertisement-

কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ধরা পড়ে তিনি করোনা পজিটিভ। সোমবার তাকে সমাধিস্থ করা হয়।

-Advertisement-

…ARC

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-