সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ পরপর তিনমাস কমছিল ক্রমশ রান্নার গ্যাসের দাম। চলতি মাসে ফের বাড়ল তা। বর্তমানে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৩১.৫০ টাকা বেড়ে হয়েছে ৬১৬ টাকা।
বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সেই সুবিধা দেশবাসীকে সরকার দেয়নি। যখনই অপরিশোধিত তেলের দাম কমেছে তখনই ভারতে পেট্রল ডিজেলের উৎপাদন শুল্ক বাড়িয়েছে কেন্দ্র। জুন মাস থেকে আবার গ্যাসের দাম বাড়ায় গ্রাহক আবার ভর্তুকির টাকা পাবে বলেও জানায় তাঁরা।
করোনা ও লকডাউনের উপর্যুপরি ধাক্কায় সাধারন মানুষ আর্থিক দিক থেকে অনেক দুর্বল হয়ে পড়েছে। এরমধ্যে সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে গৃহস্থের হেঁসেলে টান পড়বে বলা যায়।
…ARC