সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনা অতিমারীর চরম দুর্ভোগের হাত শক্ত করতে গত ২০ শে মে পশ্চিমবঙ্গের বুকে দুর্নিবার আঘাত হেনেছিল প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। বহু জেলায় কমবেশি ক্ষয়-ক্ষতির পাশাপাশি এই ঝড় প্রায় লন্ডভন্ড করে দেয় সুন্দরবন ও তৎসন্নিহিত অঞ্চল, প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় ঘর-বাড়ি, খেত-খামার, বনাঞ্চল।

সেখানকার মানুষের এই ভয়ানক দুর্দশার দিনে কোলকাতা ও শহরতলীর অনেক সংস্থা ও প্রতিষ্ঠান বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। এইরকমই একটি প্রতিষ্ঠান বেহালার জয়রামপুর সম্মিলিত সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এই প্রতিষ্ঠান বহুদিন ধরে সুবিধা-অসুবিধায় নিজের ও আশেপাশের অঞ্চলের মানুষের সাহায্যে চিরপ্রস্তুত।

গতকাল এই সমিতির উদ্যোগে এবং অঞ্চলের অধিবাসী ও বিভিন্ন শুভান্যুধ্যায়ীদের সহায়তায় আম্ফান আক্রান্ত পাথরপ্রতিমা ব্লকে প্রায় ৯৭০০০ টাকা, ত্রাণ সামগ্রী ও প্রচুর জামাকাপড় বিলি করা হয়। এই ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ১ টন চিরে, ৫০০ কেজি গুড়, ২৫০ কেজি দুধ, ১৫০০ প্যাকেট বিস্কিট, মুড়ি, ২০০০ লিটার পানীয় জল, ৪৫০ কেজি চাল, ১০০ কেজি ডাল, ওষুধ, জিওলীন, ২৮০০ পিস স্যানিটারি ন্যাপকিন, ২৮০০ স্যানিটাইজার, জামা কাপড়। হাজারেরও বেশী মানুষ উপকৃত হয়েছে এই আবশ্যকীয় খাদ্যসামগ্রী ও নিত্যব্যবহার্য দ্রব্যগুলি পেয়ে।

সংবাদ ভাস্কর পত্রিকার তরফ থেকে এই প্রতিষ্ঠানের জন্য রইলো অনেক শুভকামনা। আমরা আশা করবো এরকম আরও অনেক সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসুক এই দুর্দিনে দুঃস্থ-অসহায়দের সাহায্যার্থে।
…ARC