সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ আগামী সোমবার অর্থাৎ ৮ ই জুন থেকে খুলে যাচ্ছে রাজ্যের সমস্ত সরকারী দপ্তর। প্রথমে ৭০% কর্মী নিয়ে খুলছে অফিসগুলি। নবান্নের এক নির্দেশিকায় সব সরকারী কর্মীকেই সপ্তাহের অন্তত তিনদিন উপস্থিত থাকতেই হবে অফিসে। স্কুল-কলেজগুলি বন্ধ থাকায় অবশ্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা এই আওতায় থাকছে না।
১ লা জুন থেকেই লকডাউনের শিথিলতা জারী হয়েছে রাজ্যে। শর্তসাপেক্ষে খুলেছে দোকানপাট, অল্পকিছু অফিস-কাছারী। চালু হয়েছে অটো-বাস। তবে মঙ্গলবার পর্যন্ত চালু হয়নি কোন বেসরকারী বাস-মিনিবাস। তাই পুরোপুরি অফিস চালু হয়ে গেলেও কর্মীরা কিভাবে কর্মস্থলে পৌঁছাবে ও নির্বিঘ্নে ঘরে ফিরবে তার দ্বন্দ্ব রয়েই গেলো।
…ARC