সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ একটি জনপ্রিয় ইংরেজী উধৃতির বাংলায় তর্জমা করলে দাঁড়ায় “ন্যায়বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায়বিচারকে অস্বীকার করা”। এর জ্বলন্ত উদাহরন জেসিকা লাল হত্যাকান্ড।
১৯৯৯ সালের ৩০ শে এপ্রিল দিল্লীর একটি পানশালায় জেসিকাকে গুলি করে হত্যা করে মনু শর্মা। মনুর বাবা বিনোদ শর্মা ছিলেন তখন কেন্দ্রের গদীতে আসীন কংগ্রেস সরকারের রাজ্যসভার সংসদ। নিজের প্রভাব খাটিয়ে বহুদিন জেলের বাইরে রেখেছিলেন তিনি ছেলেকে। কিন্তু দেশজুড়ে সাধারন মানুষ ও বহু স্বেচ্ছাসেবী সংগঠনের চাপে শেষ পর্যন্ত দিল্লী হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা শুরু করে।
১৭ বছর পর কারাগারের ভেতর ‘ভাল আচরন’ এর সুবাদে তাকে মুক্তি দেন দিল্লীর লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলাল। তবুও মানুষের মনে প্রশ্ন থেকেই গেলো শুধু প্রভাবশালী বলেই কি মুক্তি মিলল তার?
…ARC