সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ সদ্যপ্রাপ্ত আঘাত এখনও কাটিয়ে উঠতে পারেনি এক মহানগরী। এরমধ্যেই আরেক মহানগরের ওপর পড়তে চলেছে প্রবল ঘূর্ণিঝড়ের ঝাঁপটা।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে উপকুলে এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘন্টায় ১২০ কিমি। সঙ্গে থাকবে প্রবল ভারী বর্ষণ যা প্রায় ২০০ মিলিমিটারের বেশী। সমুদ্রের ধারে হওয়াতে মুম্বাইতে ঝড়ের প্রকোপ আরও বেশী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও ভয়ের কথা হল মুম্বাইকে বাঁচাতে কোন ম্যানগ্রোভের আবরণ আর অবশিষ্ট নেই এখন। সবুজ কেটে জনবসতি গড়ে ওঠায় অনেক বেশী ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা।
মহারাষ্ট্র সরকার থেকে অবশ্য সবরকম সুরক্ষাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবু সংশয়ের দোলাচলে বানিজ্যনগরীর অধিবাসী। ভাগ্যের হাতে নিজেদের সঁপে দিয়েছেন তাঁরা।
…ARC