সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ গত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন বুধবার থেকে আগের মতই অটো, ট্যাক্সি এবং অ্যাপ ক্যাবগুলিতে ৪ জন যাত্রী নেওয়া যাবে।
গত কয়েকদিন ধরে দুজন যাত্রী নিয়ে চালু হয়েছিল এই ব্যবস্থা। ভাড়া দ্বিগুণেরও বেশী হওয়াতে এবং অপ্রতুল যানবাহন মেলায় চরম দুর্ভোগে পড়েছিল যাত্রীরা। এই অবস্থার কথা মাথায় রেখেই রাজ্য সরকার তথা পরিবহনদপ্তর এই সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে আপাতদৃষ্টিতে যাত্রীসমস্যা তো কমলো কিন্তু প্রশ্ন উঠল স্বাস্থ্য ও সুরক্ষার।
সামাজিক দূরত্বকে কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকারের এই সিদ্ধান্তের ফল কি আরও মারাত্ত্বক হতে পারে রাজ্যবাসীর পক্ষে? এছাড়া আর কি কি বিকল্প উপায় আছে সবদিক বাঁচিয়ে যাতায়াতের তা নিয়ে বোধহয় আরও বিশ্লেষণ প্রয়োজন।
…ARC