-Advertisement-

দেখে নিন পশ্চিমবঙ্গের কোন কোন পর্যটনকেন্দ্রগুলি খুলছে ৮ই জুন থেকে

পর্যটন পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ কথায় আছে ‘বাঙ্গালীদের পায়ের তলায় সর্ষে’। ভ্রমণপিপাসু বাঙ্গালী ঘুরতে পেলে আর কিছুই চায় না। তাই টানা গৃহবন্দী জীবনের পর একটু সুখবর।

-Advertisement-

প্রধানমন্ত্রীর ‘আনলক ওয়ান’ এর প্রথম ধাপে রাজ্যের পাঁচটি পর্যটনকেন্দ্র খুলে যাচ্ছে ৮ই জুন থেকে ভ্রমণকারীদের জন্য। এই কেন্দ্রগুলি হল ডায়মন্ড হারবার, রাঙ্গাবিতান, বিষ্ণুপুর, মাইথন ও ডুয়ারসের টিলাবাড়ী। বুধবার পর্যটনমন্ত্রী গৌতম দেব এই ঘোষণা করেন। তিনি সকলের সুরক্ষার কথা মাথায় রেখে আরও জানান,” ঘুরতে আসা প্রতিটি পর্যটককে মাস্ক ব্যবহার করতে হবে। সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার। এদের পাশাপাশি টুরিস্ট লজের কর্মীদেরও সমস্ত নির্দেশিকা মানতে হবে।” আগামী দিনে সব সুরক্ষাশর্ত মেনে বাকি পর্যটনকেন্দ্রগুলিও খোলা হবে বলে তিনি আশ্বাস দেন।

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-