সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া অভিযোগ করেছিলেন নওয়াজের বাড়িতে মহিলাদের কোন সম্মান নেই এবং তাদের হেনস্থার শিকার হতে হয়। এই রেশ কাটতে না কাটতেই নওয়াজের ভাইঝিও প্রায় একই অভিযোগ আনলেন তার ভাইএর বিরুদ্ধে।
নওয়াজের ভাইঝি তার ভাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং মারধোরের অভিযোগ এনে বলেন নওয়াজকে এসব বলতে তিনি ভাইকে কিছু না বলেই সব নস্যাৎ করে দেন। ভাইঝির কথায়,” বড়পাপা (নওয়াজ) সাংস্কৃতিক জগতের মানুষ হওয়ায় ভেবেছিলাম সুবিচার করবেন। কিন্তু আমার ধারনা ভুল ছিল।”
অভিনেতার পরিবারের দুজন সদস্য একই ধরনের অভিযোগ আনায় আপাতভাবে বেকায়দায় পড়েছে সিদ্দিকি পরিবার।
…ARC