-Advertisement-

বর্তমান করোনা পরিস্থিতিতে আমজনতার স্বার্থে একাধিক দাবিতে সোচ্চার হয়ে বাম সংগঠনের দুর্গাপুর প্রশাসনিক ভবন ঘেরাও –

পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ : করোনা মহামারী পরিস্থিতিতে বর্তমানে সাধারণ মানুষ একপ্রকার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে | নেই কর্ম , নেই হাতে অর্থ স্বভাবতই টান পড়েছে পেটে | আমরা সবাই জানি যে পেটের জ্বালা যে কি ভয়ঙ্কর | একেতো দেশজোড়া করোনা থাবা তার উপড় আবার সদ্য ঘটে যাওয়া আমফানের তান্ডব , এই পরিস্থিতিতে সাধারণ মানুষ খুবই সংকটাপন্ন অবস্থায় জীবনযাপন করছে | অনুরূপ আজকে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার প্রশাসনিক ভবন এর সামনে বাম সংগঠন এর তরফ থেকে দুর্গাপুরের সাধারণ মানুষের স্বার্থে একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করা হয় |

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-