-Advertisement-

করোনা আম্ফান এর পর আসছে আরেক বড়োসড়ো বিপদ , এই জুন মাসেই পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে তিনটে দৈত্য গ্রহাণু –

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক‘ই জুন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসে পৌঁছাবে প্রথম গ্রহাণুটি , ভোর টে ২০ মিনিটে । এই সময় পৃথিবীর সবচেয়ে কাছাকাছি এসে পৌঁছবে এই গ্রহাণুটি । পৃথিবী থেকে মাত্র ৫.০৯ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাওয়ার কথা আছে এই গ্রহাণুটির । প্রথম যে গ্রহাণুটি আসতে চলেছে , তার নাম Asteroid 2002 NH4 দেওয়া হয়েছে । এই গ্রহাণুটির ব্যাসরেখা ২৭০ থেকে ৫৭০ মিটার , যেটি কিনা আমেরিকার ম্যানহাটন শহরে অবস্থিত এম্পায়ার স্টেট বিল্ডিং এর মত বড় হবে বলে জানা গিয়েছে ।

-Advertisement-

বিজ্ঞানীরা এই গ্রহাণুটির সাথে পৃথিবীর কোন সংঘর্ষ আশা করছেন না । নাসার বিজ্ঞানীরা এই গ্রহাণুটিকে পর্যবেক্ষণে রাখছেন এবং এও নজর রাখছেন এই গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে করছে এবং বিজ্ঞানীরা সচেতন আছেন এই গ্রহাণুটি কে নিয়ে । এই গ্রহাণুটি পৃথিবীর দিকে প্রায় ১১ হাজার ২০০ মাইল বেগে দৌড়ে আসছে । আবার এই জুন মাসেই পৃথিবীর দিকে আসতে চলেছে দ্বিতীয় গ্রহাণুটি , যেটা সবচেয়ে কাছে এসে পৌঁছাবে ঠিক দিন পরে , ‘ই জুন সোমবার বিকেল টে ৪০ মিনিটে । বিজ্ঞানীরা এই গ্রহাণুটির নাম দিয়েছেন Asteroid 2013 XA22 , পৃথিবী থেকে এই গ্রহাণুটি ২.৮৩ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাবে । এর গতিবেগ থাকবে ঘন্টায় ২৪,০৫০ কিলোমিটার , বেগে দৌড়ে আসছে পৃথিবীর দিকে ।
…AG

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-