-Advertisement-

৪ দিনের মাথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণা মতোই , ৩০ লক্ষ একাউন্টে পৌছে গেল ১৪৪৪ কোটি টাকা –

কলকাতা পশ্চিমবঙ্গ

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : ঠিক দিনের মাথায় ২৯ শে মে , ঘোষণা করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ মানুষের একাউন্টে টাকা পৌঁছানোর হিসেব দিয়েছিলেন , মঙ্গলবার ঘোষণার ঠিক চারদিনের মাথায় টুইট করে জানান । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটে জানিয়েছেন যে , লক্ষ মানুষদের একাউন্টে পৌছে গেছে তাদের বাড়ি সারানোর টাকা । ২৩.৩ লক্ষ্য কৃষক , তাদের শস্যের ক্ষতিপূরণের অর্থ পেয়েগেছেন ।
লক্ষ পান চাষির একাউন্টে পৌঁছে গেছে ক্ষতিপূরণ । সব মিলিয়ে উনি জানিয়েছেন যে পুরো হিসেবটা হলো ১৪৪৪ কোটি টাকা , আর কথা ছিল ১৩৫০ কোটি টাকা ছাড়ার ।
AG

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-