সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ আম্ফানের পর শহরে উপড়ে পড়েছে কয়েক হাজার গাছ। এই গাছের হিসেব নিয়েই বিবাদ তৃনমূলের উচ্চস্তরের দুই নেতার মধ্যে। এরা হলেন ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে ও বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম। সাধন পান্ডে এই ঝড়ে পড়া গাছের গুঁড়ি কোথায় গেল প্রশ্ন তুলে ‘ট্রি অডিট’ এর কথা বলেন। এতেই ক্ষিপ্ত হয়ে তোপ দাগেন ফিরহাদ। তিনি বলেন,”ট্রি অডিট কি আদৌ সম্ভব? এটা কি ইয়ার্কি হচ্ছে!!”
সুত্রের খবর এরপর ফিরহাদের হয়ে মাঠে নামেন পরেশ পাল। পরপর অভিযোগের বাণে বিদ্ধ করতে থাকেন সাধনকে। প্রকাশ্যে দলীয় কোন্দল চলে আসার পর শো-কজ করা হয় এই দুই নেতাকে। ভবিষ্যতে হয়ত বেশ বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে এদের বলে জানা গেছে।
…ARC