-Advertisement-

‘চিতচোর’ বাসু চ্যাটার্জী চলে গেলেন ‘উস পার’

দেশের খবর বিনোদন

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ‘সারা আকাশ’ সিনেমা দিয়ে শুরু করেছিলেন পরিচালকের জীবন। সেই আকাশেই বিলীন হলেন অবশেষে জনপ্রিয় চিত্র পরিচালক বাসু চ্যাটার্জী।

-Advertisement-

রাজস্থানের আজমীর শহরে জন্ম তাঁর। প্রথমজীবনে কার্টুনিস্ট হিসেবে কাজ শুরু করেন তিনি এক পত্রিকায়। প্রায় ১৮ বছর সেখানে কাজ করার পর সুযোগ মেলে পরিচালক হিসেবে কাজ করার। এরপর একের পর এক অসাধারন ছবি উঠে আসে তাঁর হাত ধরে। সত্তর ও আশির দশক জুড়ে মুগ্ধ থাকে দর্শকরা তাঁর ছবির। মধ্যবিত্তের জীবনের গল্প সুনিপুণভাবে ফুটিয়ে তুলতেন তিনি রুপোলী পর্দায়। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে ‘পিয়া কা ঘর’, ‘ছোটি সি বাত’, ‘সফেদ ঝুট’, ‘প্রিয়তমা’, ‘আপনে পরায়ে’ ইত্যাদির নাম করা যায়।

এই বর্ষীয়ান পরিচালকের প্রয়ানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, অমিতাভ বচ্চন থেকে শুরু করে সৌমিত্র চ্যাটার্জী অব্দি শোক প্রকাশ করেছেন।

-Advertisement-

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-