-Advertisement-

অ্যাটলেটিকো মাদ্রিদ এর পেশাদার ফুটবলার , স্ট্রাইকার কোস্টাকে ছয় মাসের কারাদন্ড এবং কর জালিয়াতির জন্য জরিমানা –

খেলাধুলা

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : স্পেনের মাদ্রিদের একটি আদালত আতলেতিকো মাদ্রিদের তারকা খেলোয়াড় দিয়েগো কস্তাকে কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় , ছয় মাসের কারাদণ্ডের রায় দেয় আদালত । আদালতের দায়ের করা তথ্য অনুসারে, ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই খেলোয়াড়ের বিরুদ্ধে ২০১৪ সালে চেলসিতে যাওয়ার জন্য € ৫.১৫ মিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদানের ঘোষণা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তথ্য লুকিয়ে মিলিয়ন ডলারের বেশি রাষ্ট্রকে প্রতারণা করার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া ইমেজ সত্ত্ব থেকে ১০ লাখের বেশি ইউরো আয়ের হিসাবটাও গোপন করেন বলে অভিযোগ । ফুটবলার জেলে যাওয়া থেকে বাঁচতে প্রাথমিক জরিমানার সঙ্গে বাড়তি সাড়ে ৩৬ হাজার ইউরো জরিমানা দিতে রাজি হয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।

-Advertisement-

…AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-