সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ‘দলবিরোধী’ এবং প্রকাশ্যে সহযোদ্ধাদের সঙ্গে মতান্তরে জড়িয়ে পড়ায় মন্ত্রী সাধন পান্ডে যথেষ্ট ব্যাকফুটে। এর ওপর গতকাল মমতা ব্যানার্জি একটি বৈঠকে বললেন,”কলকাতার নেতাদের বলছি, তাঁরা এদিকে ওদিকে মুখ খুলছেন। তাঁরা চাইলে দল ছেড়ে বেরিয়ে যেতে পারেন।”
একই সঙ্গে তিনি আরও বলেন রাজ্য কমিটির অনুমোদন ছাড়া জেলায় কোনরকম সাংগঠনিক পরিবর্তন করা যাবে না। সভাপতি একা কোন সিদ্ধান্ত নিতে পারবেন না। আগে তাঁকে রাজ্য কমিটিকে জানাতে হবে। প্রসঙ্গত, তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের হাল ধরতে নির্দেশ দেন সাংসদ দীনেশ ত্রিবেদীকে। এতদিন জেলা সভাপতি নির্মল মাঝি এই দায়িত্ব পালন করছিলেন।
…ARC