সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ পূর্ব উপকূলের ওড়িশা ও উপকূলীয় পশ্চিমবঙ্গে আসতে চলেছে বেশ বড়সড় নিম্নচাপ, জানাল আবহাওয়া দপ্তর।
এখনও পর্যন্ত আম্ফানের ক্ষত শুকোয়নি, এরই মধ্যে আবার সতর্কবার্তা ভারী নিম্নচাপের। আগামী সোমবার এই নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার থেকে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশাতে। একইসঙ্গে বৃষ্টি হবে ওড়িশা সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বর্ষার আগমন যেহেতু মৌসুমী বায়ুর ওপরই নির্ভর করে সেহেতু এই নিম্নচাপের প্রভাবে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে ওঠার সুযোগ আছে বলে আবহাওয়াবিদরা মনে করছেন।
…ARC