সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচন কেন্দ্র করে রাজ্যে বেজে উঠল ভোটের দামামা। আগামী ৯ই জুন বিশাল জনসভার ডাক দিল অমিত শাহ। যদিও এটি সংগঠিত হবে ভার্চুয়ালি অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবু এই জনসভাকে ঘিরে প্রবল উন্মাদনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে আগামী 9ই জুন সোমবার সকাল ১১টায় যে বিশাল ভার্চুয়াল জনসভা (অর্থাৎ সোশাল মিডিয়া, ইউটিউব এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেমন বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে) হতে চলেছে সেই কার্যক্রম সফল করার জন্য একযোগে জেলা, মন্ডল, শক্তিকেন্দ্র এবং বুথস্তরের সমস্ত কার্যকর্তাদের বিশেষ দায়িত্ব পালন করার জন্য রাজ্যস্তর থেকে অনুরোধ করা হয়েছে। প্রধান বক্তা হলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আরও বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টী পশ্চিমবঙ্গের সভাপতি শ্রী দিলীপ ঘোষ।
…ARC