সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ভারতের মুকুটে যোগ হল আরও একটি নতুন পালক। এশিয়ার অন্যতম সেরা ফুটবল টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেল ভারত এবং আয়োজক দেশ হওয়ার সুবাদে ভারতকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য কোন যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে হবে না।

২০২২ সালে মহিলা এশিয়া কাপের আসর বসতে চলেছে ভারতে। বৃহস্পতিবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে AIFF-কে। প্রতিযোগিতার লড়াইতে চাইনিজ তাইপে আর উজবেকিস্তানের নাম থাকলেও শেষমুহুর্তে সীলমোহর পরে ভারতের পক্ষেই। সবদিক ঠিকঠাক থাকলে এই টুর্নামেন্ট শুরু হবে ২০২২ এর ডিসেম্বর মাসে এবং চলবে ২০২৩ এর জানুয়ারি পর্যন্ত। ভারতীয় মহিলা দল শেষ এশিয়া কাপ খেলেছিল ২০০৩ সালে। তাই নিঃসন্দেহে এটি তাদের নিজেদের প্রমান করার একটি বিরাট সুযোগ।
..ARC