-Advertisement-

করোনায় আক্রান্ত হয়ে কি আন্ডারওয়ার্ল্ডের বাদশা দাউদ ইব্রাহিমের মৃত্যু ? জল্পনা তুঙ্গে-

আন্তর্জাতিক খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : বুধবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হচ্ছিল যে দাউদ ইব্রাহিম এবং উনার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে পাকিস্তানের করাচিতে একটি আর্মি হাসপাতালে ভর্তি আছে । যত রাত গড়ায় ততই দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর নিয়ে জল্পনা শুরু হয় সর্বত্র। তবে অফিশিয়ালি এই খবরের সত্যতা এখনো প্রমাণিত হয়নি । এর আগেও দাউদ ইব্রাহিমকে নিয়ে একাধিক খবর পাওয়া গিয়েছিল , কিন্তু যতবারই এরকম খবর পাওয়া যেত ততোবারই উনি বেঁচে উঠে আবারও খবরের শিরোনামে উঠে আসত ।

-Advertisement-

দাউদ ইব্রাহিমের ভাই আনিস ইব্রাহিম সব জল্পনার অবসান করে জানিয়েছেন যে দাউদ ইব্রাহিম এবং উনার স্ত্রীর কোন করোনায় আক্রান্ত হননি এবং সকলেই বাড়িতে সুস্থ আছেন ।

…AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-