সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ সম্প্রতি বিজেপির রাজ্যকমিটিতে বেশ কিছু রদবদল হয়েছে। অন্যান্য দল থেকে আসা বেশ কিছু নেতাকে গুরুত্বপূর্ণ কিছু পদে বসানো হয়েছে। অর্থাৎ কিছুদিন আগে যে রক্ষনশীল মন নিয়ে চলত বিজেপি, তা অনেক নমনীয় হয়েছে অন্যদল থেকে আসা নেতাদের নিয়ে।
মনে করা হচ্ছে বিজেপির ‘চানক্য’ অমিত শাহের এটি একটি রাজনৈতিক কৌশল যা স্বভাবতই আসন্ন নির্বাচনে বিজেপির বাংলার বুকে আসন পাকা করতে কাজে দেবে। ইতিমধ্যেই এই কৌশলের সুফল লাভ শুরু হয়ে গেছে। শোনা যাচ্ছে বেশকিছু বড়মাপের নেতামন্ত্রী আসতে চলেছেন গেরুয়াশিবিরে। এদের মধ্যে তৃণমূল মন্ত্রীসভার এক হেভিওয়েট মন্ত্রী ও কোলকাতা ও সংলগ্ন অঞ্চলের ২ জন বিধায়কের নামও রয়েছে।
অর্থাৎ আগামী দিনে আরও চমক অপেক্ষা করছে রাজ্য রাজনীতিতে।
…ARC