-Advertisement-

ভারতের জি-৭ বৈঠকে যোগদানের সম্ভাবনা নিয়ে বারবার হুঁশিয়ারি চীনের –

আন্তর্জাতিক খবর দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ আমেরিকা করোনাভাইরাস অতিমারীর সময় থেকেই চীনের ওপর ভয়ানক ক্ষুব্ধ। এদিকে ভারত-চীনের সীমান্ত নিয়ে দুই দেশের সম্পর্ক ক্রমশ খারাপের দিকে চলেছে।

-Advertisement-

এরমধ্যেই আমেরিকার ডাকে ভারতের জি-৭ বৈঠকে যোগদানের সম্ভাবনা নিয়ে স্পষ্টভাবে হুঁশিয়ারি শুনতে হল চীনের কাছে। চীনের প্রেসিডেন্ট একটি বৈঠকে বলেন,”ভারত আগুন নিয়ে খেলছে, সবকিছু ধ্বংস হয়ে যাবে।” তাঁর মতে চীনকে সবদিক দিয়ে দাবিয়ে রাখার প্রক্রিয়া হল এই জি-৭ সম্মেলন। চীনের সংবাদমাধ্যম জানিয়েছে ভারতের বর্তমান সরকার ক্ষমতালোভী। তাই ট্রাম্পের চাল তাদের নজরে আসছে না। ভারত-চীনের সীমান্ত দ্বন্দকে কাজে লাগিয়ে নিজের শক্তি প্রদর্শনের জন্য ভারত এই সম্মেলনে অংশগ্রহন করতে চাইছে যার ফল ভারতের পক্ষে শুভ হবে না।

দুই দেশের এই তরজা কোন পর্যায়ে পৌঁছায় আগামী দিনে তার ওপর এখন চোখ থাকবে সকলের।

-Advertisement-

…ARC

-Advertisement-

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-