সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ প্রায় তিনমাস হতে চলল শহরের বুকের মরুদ্যান সাউথ সিটি মল বন্ধ হয়ে গেছে লকডাউনের জেরে। কিছুদিন হল সরকার থেকে কিছু কিছু ক্ষেত্রে লকডাউনের শিথিলতা ঘোষণা করায় মল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় শর্তসাপেক্ষে মল চালু করার।
-Advertisement-
এরমধ্যে প্রথম ও প্রধান শর্তই হল কোন ব্যাগ হাতে করে মলে প্রবেশ করা যাবে না। এছাড়া মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে। কেবলমাত্র টাকার ব্যাগই সঙ্গে রাখা যাবে। এইসব শর্ত মেনেই প্রবেশ করা যাবে জনপ্রিয় এই শপিং মলটিতে।
…ARC
-Advertisement-