-Advertisement-

করোনা-ভীতি তুচ্ছ করেই ভিয়েতনাম ফুটবল লীগ শুরু –

corona effect আন্তর্জাতিক খবর খেলাধুলা

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ভিয়েতনাম এমন একটি ব্যতিক্রমী দেশ যা এই করোনা ঝড়ের মধ্যেও সগর্বে মাথা তুলে আছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৩২৮, কোন মৃত নেই।

-Advertisement-

তাই করোনা ভয় জয় করে গ্যালারী ভর্তি দর্শক নিয়ে শুরু হল ভিয়েতনাম ফুটবল লীগ বা ভি-লীগ। প্রায় ৩০ হাজার দর্শক উপভোগ করলো ভি-লীগ। মাঠে ঢোকার সময় দর্শকদের জন্য হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে ছিলেন স্টেডিয়ামকর্মীরা। থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থাও ছিল। কিন্তু বিন্দুমাত্র করোনা ভয়ে ভীত না হয়ে দর্শকাসন উপচে পড়ছিল। মাঠে বসে খেলা উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত ফুটবল প্রেমীরা। গত মার্চ থেকে বন্ধ ছিল ভি-লীগ। আবার কানায় কানায় ভর্তি দর্শক নিয়ে শুরু করতে পেরে যারপরনাই খুশি আয়োজকরা।

…ARC

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-