-Advertisement-

গোটা দেশ কি এবার বড়োসড়ো ভূমিকম্পের সম্মুখীন হতে চলেছে , এমনটাই জানালো আই.আই.টি –

দেশের খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : যেমনটি আমরা জানি বিগত কয়েকদিন ধরে একাধিকবার লকডাউন এর সময় রাজধানী দিল্লি এবং তার আশেপাশের রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়েছে । আই.আই.টি ধানবাদের সিসমোলজি বিভাগের জিওফিজিক্সের অধ্যাপক ‘পিকে খান‘ জানিয়েছেন যে একাধিকবার ছোটছোট কম্পন অনুভূত হওয়াটা একটি বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে , এবং কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে সতর্কবার্তা জারি করা উচিত ।

-Advertisement-


শেষ তথ্য অনুযায়ী , ২৯ মে রাত ৯:0৮ সময় , ভারতে যে কম্পন অনুভূত হয়েছিল সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার রোহটকে এবং জি-নিউজ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছিল যে সেই কম্পনের গভীরতা ছিল ৩.৩ কিলোমিটার। তবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সেই সময় ।
রিপোর্ট অনুযায়ী কম্পন গুরুগ্রামের কিছু অংশে অনুভূত হয়েছিল , ফারিদাবাদ , গ্রেটার নয়ডা , রোহটক , জিন্ড , সনিপাট , চন্ডিগড় , পাঞ্জাব এবং রাজধানী দিল্লির আশেপাশের অঞ্চলগুলিতে ।
গত বছরে , দিল্লি ও কাংরা অঞ্চলে থেকে ৪.৯ মাত্রের ভূমিকম্প হয়েছে অন্তত ৬৪ বার। কাংরাএ কাছে ধরমশালা ও চাম্বায় ৬.৩৭.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল বহু বছর আগে, ১৯৪৫১৯০৫ সালে। ওই অধ্যাপক জানিয়েছেন যে দিল্লির মতো জনবহুল জায়গায় এই ধরনের ভূমিকম্প মারাত্ম আকার ধারণ করতে পারে ।

…AG

-Advertisement-
Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-