
সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ ‘শ্যামাপ্রসাদ মুখার্জী হেল্থ মিশন’ – মানবসেবার আরেক নাম। মানবদরদী রাজনীতিবিদ তথা ‘ভারতীয় জনসঙ্ঘের’ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শে উজ্জীবিত হয়ে এই মিশনের পথচলা শুরু।

গত রবিবার এই সংগঠনের উদ্যোগে একটি বিরাট রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল বেহালা শিমুলতলা জেমস লং সংলগ্ন একটি ভিলায়।

এই স্বেচ্ছাসেবী সংগঠনের রাজ্য সভাপতি ইন্দ্রজিত সিনহা আমাদের জানান এই সংকটকালে চারদিকে যে রক্তের হাহাকার পড়েছে তার অভাব কিছুটা মেটাতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। প্রচুর স্বেচ্ছাসেবক এবং সাধারন মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে এখানে রক্তদান করেছেন। সহ সভানেত্রী শুক্লা দাস আমাদের প্রতিনিধিকে বলেন,”এই করোনা অতিমারীর কবলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে আমাদের সংগঠন গোটা লকডাউন জুড়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আমরা আরও রক্তদান শিবিরের আয়োজন করবো মানুষের দুর্ভোগ মেটাতে।”
…ARC