সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ রোধে ফেস মাস্ক নিয়ে নতুন নির্দেশিকা জারি করল ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। ভারতের করোনা সংক্রান্ত পরিস্থিতি ক্রমশই জটিলতর হচ্ছে। এই ভয়াবহতায় আগাম সতর্কতা জারী করলো WHO। তারা জানায় সাধারন কাপড়ের তৈরি মাস্ক আর কাজে লাগবে না এখন। দরকার ত্রিস্তর বিশিষ্ট বিশেষ ধরনের মাস্ক।
এই মাস্কের বর্ণনা প্রসঙ্গে WHO জানায় মাস্কের একেবারে বাইরের স্তরটি পলিয়েস্টার জাতিয় জলরোধী উপাদানে তৈরি হতে হবে। মাঝের উপাদানটি বুননহীন পলিপ্রোপিলিন জাতিয় উপাদান এবং একেবারে ভিতরের স্তরটি সুতির কাপড় দিয়ে তৈরি হওয়া চাই। তবেই আটকানো সম্ভব হবে এই মারণ ভাইরাস।
…ARC