সংবাদ ভাস্কর নিউজ :করোনা সংক্রমণ ঠেকাতে আবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স এর ছাত্র কামরান হাসান তৈরি করল নন কন্টাক্ট সুইচ সিস্টেম।

সুইচ স্পর্শ না করেই জ্বলবে লাইট ,ফ্যান।আর ক দিনের মধ্যে ই স্কুল কলেজ খুলবে। ভিড় জমবে। আর তাতে সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য এই ব্যবস্থা।
কলেজের প্রিন্সিপাল জানান, করোনা ভাইরাস প্লাস্টিকে প্রায় তিন দিন থাকে। ইলেকট্রিক সুইচ প্লাস্টিকের হয়। তাই সুইচ স্পর্শ করার দরকার ই নেই। সেন্সর এর মাধ্যমে হাথ দেখালেই কাজ হবে।

শুধু তাই নয়, প্রতিবন্ধী দের জন্য উপকারী।
অপর দিকে ছাত্র কামরান জানান, এটা সম্পূর্ণ সেন্সর সিস্টেম। সার্কিট এ দুরত্ব নির্ধারণ করা থাকে। যেমন ৫ সেন্টিমিটার দূরে হাত রাখলে লাইট জ্বলবে, ১০ সেন্টিমিটার দূরে হাত রাখলে ফ্যান চলবে। প্লাস্টিক বর্জন হবে আবার করোনা থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে।