সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ এর আগে তিনি লকডাউনে নেপালে আটকে পড়া অসহায় পরিযায়ী শ্রমিকদের দেশে ফেরার বন্দোবস্ত করেছিলেন। এবার তিনি জম্মু-কাশ্মীর থেকেও ফেরানোর ব্যবস্থা করলেন শ্রমিকদের।
প্রসঙ্গত, ঘাটাল দাসপুরের বাসিন্দা প্রায় ৩৯ জন শ্রমিক কাজের সুত্রে জম্মু-কাশ্মীর গিয়ে আটকে পড়েছিল আচমকা লকডাউনে। দেবের কাছে খবর আসতেই একটি বিশেষ বাসে করে তিনি তাদের ফেরাতে উদ্যোগ নেন। আজ তাদের এ রাজ্যে পৌঁছানোর কথা। ফিরে আসা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাঁরা যাতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকেন তার প্রতিও লক্ষ্য রাখবেন তিনি।
সংসদ দেবের এই মানবিক মুখ সামনে আসার পর অনেক রাজ্যে এমনকি দুবাই থেকেও আর্জি এসেছে দেশে ফেরানোর। সবাইকে আশ্বাস দিয়েছেন তিনি সাধ্যমত সাহায্য করার।
…ARC