সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ প্লাস চিহ্নযুক্ত ফোন কল এলে সাবধান হতে বলা হচ্ছে গ্রাহকদের।
সম্প্রতি ঢাকা ও ফরিদপুর অঞ্চল জুড়ে মোবাইলে কল করে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটি বিরাট চক্র সক্রিয় হয়ে উঠেছিল। এরা পাঁচটি দলে বিভক্ত হয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশের গ্রাহকদের মোবাইল ব্যাংকিংয়ের (ডেবিট-ক্রেডিট কার্ড) গোপন তথ্য হাতিয়ে নিচ্ছিল। প্রচুর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে র্যাব-২ ও র্যাব-৮-এর সদস্যরা প্রতারকচক্রটির ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছেন বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেনান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।
প্রসঙ্গত, এই চক্রটি একটি বিশেষ কৌশলে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছিল। প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় এদের কলের ক্ষেত্রে সাধারণত নাম্বারের আগে ‘প্লাস চিহ্ন’ থাকে। ফোন করে অ্যাকাউন্ট বাতিল, স্থগিত বা সিস্টেম আপগ্রেডের কথা বলে তথ্য, পিন বা ভেরিফিকেশন কোড জেনে নিয়ে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেয় চক্রটি। এরপর সমস্ত টাকা তুলে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে।
গ্রেপ্তার করা অপরাধীদের থেকে ১৪ লাখ ৮৩ হাজার ৪৬২ টাকা, ৩১টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ, দুটি ট্যাব, ১২০টি সিম, একটি রাউটার এবং একটি টিভি কার্ড উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৯ জন মাস্টারমাইন্ড। এর মধ্যে মোহন নামে এক পালের গোদা গত দুই মাসে প্রায় এক কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছিল।
…ARC