সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ গত মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো এই শহর। করোনার ভয়াবহ আবহাওয়ায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী যতই হাসপাতালগুলিকে আরও বেশী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন, ততই যেন অমানবিক হচ্ছে চিকিৎসাব্যবস্থা।
এরকমই এক ঘটনা ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার সত্যনারায়ন পল্লীতে। তিনজনের একটি পরিবার বাস করত সেখানে। একমাত্র উপার্জনক্ষম গোবিন্দ কর্মকার (৮০) অত্যন্ত অসুস্থ হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা হঠাৎ করেই অসম্ভব খারাপ হয়ে পড়েছিল। এর ওপর তার স্ত্রী রুনু কর্মকার (৭০) প্যারালাইসিস পেসেন্ট এবং ছেলে দেবাশিস (৫০) পঙ্গু।
সুত্রের খবর গত রবিবার গোবিন্দবাবু্র শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করোনা সন্দেহে সেখানে ভর্তি না নেওয়ায় আরও দুটি হাসপাতালে ঘুরেও অবশেষে বিনা চিকিৎসায় বাড়ি ফিরতে হয়। এরপরই পুরো পরিবার মানসিকভাবে চরম ভেঙ্গে পড়ে এবং বিষ খেয়ে আত্মহত্যা করে। পরেরদিন প্রতিবেশীরা কোন সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কোন সুইসাইড নোট পাওয়া না গেলেও দেখা যায় খাটের উপরে একটি বাটিতে লেখা রয়েছে “এর মধ্যে বিষ আছে, সাবধান।”
…ARC