সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ করোনার করাল থাবায় ক্ষতবিক্ষত মার্কিন যুক্তরাষ্ট্র। এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে অবস্থান করছে এই সভ্য দেশটি। কিন্তু এরমধ্যেই টি-২০ বিশ্বকাপ ঘিরে দেশ তথা দেশবাসীর প্রবল উন্মাদনা দেখার মত।
সুত্রের খবর, মার্কিন ক্রিকেট সংস্থা ২০২৩ পরবর্তী আইসিসি সাইকেলে কোনো এক সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী। এই সংস্থার চিফ এক্সিকিউটিভ ইয়ান হিগিংস জানিয়ে দেন, তারা অদূর ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দাবি জানাবেন। কিছুদিন আগেই ফিফা বিশ্বকাপের মতো ফুটবলের মহান যজ্ঞ সফলভাবে সমাপ্ত করেছে যুক্তরাষ্ট্র আর এই দেশে দক্ষিন এশিয়া থেকে আসা প্রচুর মানুষের বাস বলে এই কর্মযজ্ঞে ভালই সাড়া মিলবে বলে আশাবাদী আয়োজকরা।
…ARC