-Advertisement-

বিতর্কে ‘গুলাবো সিতাবো’, গল্প চুরির অভিযোগ!

দেশের খবর বিনোদন

সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ হিন্দি চিত্রজগতে ‘গল্পচুরি’ এখন প্রায় সাধারন বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক নামকরা পরিচালক ও চিত্রনাট্যকারের বিরুদ্ধেই এই অভিযোগ ওঠে বারবার।

-Advertisement-

কাহিনি চুরির এই অভিযোগে অভিযুক্ত এবার সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’ সিনেমাটি। এই সপ্তাহেই অনলাইন মুক্তি পাচ্ছে এই সিনেমাটি যাকে ঘিরে দর্শকদের আগ্রহ প্রবল। অভিনয় জগতের দুই মহারথী অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার অভিনয় দেখার অপেক্ষায় প্রহর গুনছে সিনেমাপ্রেমীরা। এর মধ্যেই দানা বাঁধল এই বিতর্ক।

লেখক রাজীব অগরওয়ালের ছেলে আকিরা অগরওয়াল অভিযোগ করেছেন, তাঁর বাবার লেখা কাহিনি চুরি করে চিত্রনাট্যকার জুহি চতুর্বেদী ‘গুলাবো সিতাবো’র স্ক্রিপ্ট লিখেছেন। প্রসঙ্গত, রাজীব এখন আর জীবিত নেই। আকিরার বক্তব্য, একটি প্রতিযোগিতায় তাঁর বাবা ওই গল্পটি দিয়েছিলেন, যেখানে বিচারক ছিলেন জুহি। যদিও জুহি এবং সুজিত দু’জনেই এই গল্প চুরির অভিযোগ অস্বীকার করেছেন।

-Advertisement-

প্রসঙ্গত, এর আগেও সুজিতের বিরুদ্ধে তাঁর পরিচালিত ‘অক্টোবর’ সিনেমার কাহিনি চুরির অভিযোগ তুলেছিল মরাঠি পরিচালক হেমল ত্রিবেদী। বারবার এই ধরনের অভিযোগ ওঠায় রীতিমত অস্বস্তিতে সুজিত।

-Advertisement-

…ARC

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-