সংবাদ ভাস্কর নিউজ : ৮ জুন ২০২০, সকাল সাড়ে এগারোটা নাগাদ তারাতলা সিইএসসি অফিসের সামনে বেহালা ওয়েস্ট ব্লগ কংগ্রেস কমিউনিটির বিক্ষোভ।
-Advertisement-

মূলত তাদের দাবি করোনার জেরে তিন মাস লকডাউন থাকায় লোকেদের তিন মাসের সিইএসসি-র ইলেকট্রিক বিল মুকুব করার দাবি করেন। এছাড়াও সিইএসসিকে ডেপুটেশন জমা দেন তারা।
এর পাশাপাশি ওয়েস্ট ব্লগ কংগ্রেস কমিউনিটির দাবি যদি এই পদক্ষেপ না নেন তারা, পরে আবার সিইএসসি অফিসের সামনে ধর্নায় বসবেন।
-Advertisement-
-Advertisement-
সুত্র : Asian Time prime