সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ লকডাউন কিছুটা শিথিল করে এই সপ্তাহেই খুলে গেছে অফিস-কাছারি দোকানপাট। কিন্তু সাধারন মানুষের হয়রানি কমেনি। ঠিকসময়ে কর্মস্থলে পৌঁছানটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই দুর্দিনে মানুষের সবচেয়ে কাজে লাগছে বহু পুরনো সাথী সস্তায় নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেয় যে দ্বিচক্রযান, তার নাম সাইকেল।
গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন (AIDYO)-র কলকাতা জেলা কমিটির উদ্যোগে থেকে করোনা পরিস্থিতিতে পরিবেশ বান্ধব সাইকেলে কলকাতার সর্বত্র যাতায়াত করার দাবিতে ভবানী সিনেমার সামনে থেকে সাইকেল মিছিল শুরু করে। এরপর সেখান থেকে সভানেত্রী সঙ্গীতা ভক্তের নেতৃত্বে ৪ জনের প্রতিনিধি দল জয়েন্ট কমিশনার অফ্ পুলিশ (ট্রাফিক)-কে ডেপুটেশন জমা দেন।
এই দাবীর যথার্থতা বিবেচনা করে মুখ্যমন্ত্রী কোলকাতার সব রাস্তায় সাইকেল চালানোর অনুমতি দেন। এরফলে ‘নো সাইক্লিং জোন’ বলে এখন আর কিছু রইলো না। প্রত্যেক সাধারন মানুষই এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে।
…ARC