সংবাদ ভাস্কর নিউজ ডেস্কঃ সোনু সুদের পর উঠে এল মানবিকতার মুখ হিসেবে স্বয়ং অমিতাভ বচ্চন। হিন্দি সিনেমার জগতের একসময়ের বেতাজ বাদশা এই দুর্দিনে পাশে দাঁড়ালেন অসহায় পরিযায়ী শ্রমিকদের।
কাজের জন্য মুম্বাইতে এসে আটকে পড়া ১০০০ শ্রমিককে ৬ টি ফ্লাইটে করে যথাক্রমে গোরক্ষপুর, এলাহাবাদ ও বারানসীতে পাঠাবার ব্যবস্থা করেন তিনি। অমিতাভ বচ্চন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ যাদব বলেন,”বচ্চনজি চান না যে এটি প্রচার করা হোক না কেন সবকিছুই অত্যন্ত বিচক্ষণতার সাথে করা হচ্ছে। তিনি অভিবাসী শ্রমিকদের দুর্দশার দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তাদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রাথমিক পরিকল্পনাটি ছিল তাদের ট্রেনে করে বাড়ি পাঠানো, কিন্তু কিছু সরবরাহগত অক্ষমতার কারনে বিমানকেই বেছে নেওয়া হয়।” তিনি আরও জানান যে আগামীদিনে অন্যান্য কয়েকটি রাজ্যের শ্রমিকদেরও বাড়ি ফেরানোর বন্দোবস্ত করবেন বচ্চনজি।
…ARC