সংবাদ ভাস্কর নিউজ : সূত্র খবর : জার্মান বয়ফ্রেন্ড মাইকের সঙ্গে প্রেমের কথা কারোরই অজানা নয়।
বছর ৩৪ এর গায়িকা বলেন, ”হ্যাঁ! আমি আর মাইক ২০১৭ সালে বিয়ে করেছি। কোনওদিনই আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা বলিনি, কারণ কোনও অনুষ্ঠান সেভাবে হয়নি। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেছিলাম।” ২০১৬-র ক্রিসমাসে মাইক বিয়ের প্রস্তাব দেন মোনালিকে। না করেননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা।
এই মূহুর্তে সুইজারল্যান্ডে মাইকের পরিবারের সঙ্গেই রয়েছেন মোনালি। সাংবাদপত্রকে তিনি জানান, ”যেখানে আমরা প্রথমদিন দেখা করেছিলাম, ১০ ডিগ্রি ঠান্ডায় মাইক সেই গাছের নীচেই প্রপোজ করে। আমি ‘না’ বলতে পারিনি।” মোনালির নতুন সিঙ্গলস ‘দিল কা ফিতুরে’-তে একসঙ্গে কাজ করছেন মাইক।