সংবাদ ভাস্কর নিউজ : সাংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চার হাজার কিলোমিটারের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর ফের সেনা মোতায়েন করেছে চিন। যার জেরে, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে LAC বরাবর সেনা সমাবেশ বাড়িয়েছে ভারতও।
‘শুধু লাদাখ নয়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশে সেনা-সংখ্যা বাড়িয়েছে চিন। সেনা ছাড়াও যুদ্ধ সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে।’ কেন্দ্রীয় সরকারের এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা ANI।
প্রসঙ্গত, শনিবারের পর বুধবারও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বৈঠক হয়েছে। ANI-এর রিপোর্ট অনুযায়ী, উত্তরাখণ্ডের হরসিল-বারাহোতি-নেলাং উপত্যকায় সেনা-সংখ্যা বাড়িয়েছে নয়াদিল্লি। সীমান্তে নজরদারি চালাচ্ছে দু’দেশের সেনা।