সংবাদ ভাস্কর নিউজ : বাঁকুড়াররাণী মুকুটমণিপুর নিজের ছন্দে ফিরতে চলেছে, আজ সকাল থেকে ওই পর্যটন কেন্দ্র টির ভিউ পয়েন্ট, জেলাপরিষদের স্টল, নৌকা ঘাট, মেনগেট, যুব আবাসন সমস্ত জায়গায় দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে রানিবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি তথা মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারপারসন তার নিজে উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা করেন। লকডাউন চলার জন্য গত তিন মাস ধরে এই পর্যটন কেন্দ্রটি মুখ ভার করে ছিল। এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীরা অপেক্ষায় রয়েছেন কবে হাসবে মুকুটমণিপুর। কবে আসবে পর্যটকরা! নৌকা চালক থেকে হোটেল কর্মীরা প্রত্যেকেই এই মুকুটমনিপুরের ওপর নির্ভরশীল। পর্যটক প্রেমীরাও মুখিয়ে রয়েছে তবে তারা তাদের স্বপ্নের জায়গা মুকুটমণিপুরে যেতে পারবে।
বাঁকুড়াররাণী মুকুটমণিপুর নিজের ছন্দে ফিরতে চলেছে-
-Advertisement-