সংবাদ ভাস্কর নিউজ : করোনার আতঙ্ক না কাটলেও, তার মধ্যেই শুরু হতে চলেছে শ্যুটিং পর্ব। সেই তালিকা থকে বাদ পড়েনি টেলি দুনিয়াও।
আনলক পর্বে শুরু হচ্ছে মহাপীঠ তারাপীঠ-এর শ্যুটিংও। যার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নবনিতা দাস। শ্যুটিং শুরু হওয়ার জন্য স্বস্তি মিললেও, জিতু চিন্তায় রয়েছেন নিজের স্ত্রী নবনিতার জন্য। কোভিডের আতঙ্ক নিয়ে শট শেষে নবনিতা কীভাবে মাস্ক পরবেন কিংবা কেউ মাস্ক ছাড়া তাঁর সামনে এগিয়ে এলে, কীভাবে সরে যাবেন বা তাঁকে ধমক দিয়ে সাবধান করবেন, তা নিয়ে চিন্তায় জিতু। কারণ তাঁর স্ত্রী যে জোর গলায় একেবারেই কথা বলতে পারেন না কারও সঙ্গে।
নবনিতার সঙ্গে জিতু সাতপাকে বাঁধা পড়েছেন বছরখানেক হল। তার মাঝেই গোটা বিশ্ব জুড়ে করোনার চোখ রাঙানি, লকডাউন, ঘূর্ণিঝড় আমফান, প্রায় অনেক কিছুই একসঙ্গে দেখে ফেলেছেন টেলিভিশনের এই জনপ্রিয় জুটি। ফলে লকডাউনের মাঝে স্ত্রী যাতে সুস্থ থাকেন, তার জন্য নবনিতাকে সব সময় চোখে চোখে রেখেছেন। মাস্ক পরতে বলেছেন, হাত ধুতে বলেছেন কিন্তু শ্যুটিং ইউনিটের মধ্যে নবনিতাকে এসব কে মনে করিয়ে দেবেন, তা নিয়ে চিন্তায় এই অভিনেতা।
যার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নবনিতা দাস। শ্যুটিং শুরু হওয়ার জন্য স্বস্তি মিললেও, জিতু চিন্তায় রয়েছেন নিজের স্ত্রী নবনিতার জন্য। কোভিডের আতঙ্ক নিয়ে শট শেষে নবনিতা কীভাবে মাস্ক পরবেন কিংবা কেউ মাস্ক ছাড়া তাঁর সামনে এগিয়ে এলে, কীভাবে সরে যাবেন বা তাঁকে ধমক দিয়ে সাবধান করবেন, তা নিয়ে চিন্তায় জিতু। কারণ তাঁর স্ত্রী যে জোর গলায় একেবারেই কথা বলতে পারেন না কারও সঙ্গে।নবনিতার সঙ্গে জিতু সাতপাকে বাঁধা পড়েছেন বছরখানেক হল।
