সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : রাজ্যে গ্রেফতার হলো প্রথম লস্কর-ই-তাইয়েবার মহিলা জঙ্গি । রাজ্য পুলিশের এস.টি.এফ অভিযান চালিয়ে বাদুড়িয়া থেকে গ্রেফতার করলো প্রথম লস্কর-ই-তাইয়েবার মহিলা জঙ্গি তানিয়া পারভিন । তিনি মধু ফাঁদে ফেলে ভারতীয় সেনা জওয়ানদের কাছ থেকে তথ্য পাচারের জন্য দায়ী।
আজ লস্কর-ই-তাইয়েবার মহিলা জঙ্গি তানিয়া পারভিন কে রাজ্য পুলিশের এস.টি.এফ নিজের হেফাজতে নেন । কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে । লস্কর-ই-তাইয়েবার হয়ে কলকাতায় জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল এই মহিলা । গোয়েন্দারা জানতে পেরেছেন সেনাবাহিনীর বেশকিছু তথ্য সংগ্রহ করে পাচার করেছেন এই মহিলা । তানিয়াকে ১০ দিনের এন.আই.এ হেফাজতে চাওয়া হয়েছে ।
…AG