সংবাদ ভাস্কর নিউজ : করোনা আবহে একইসাথে লক ডাউন পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের জীবন ধারণ করাটা এক প্রকার দুর্বিসহ হয়ে পড়েছে | যার ফলে গত প্রায় তিনমাস যাবৎ অধিকাংশ মানুষ একপ্রকার কর্মহীন ও অর্থহীন হয়ে পড়েছে | আর এরই মধ্যে দুর্গাপুরের বিভিন্ন বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজগুলি গত তিন মাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকা সত্ত্বেও ওই সমস্ত স্কুল ও কলেজগুলোর পড়ুয়াদের অভিভাবকদের থেকে মোটা অংকের স্কুল ও কলেজ ফিস বার বার দাবি করছে , অনলাইন ক্লাসকে কেন্দ্র করে |
আর এরই প্রতিবাদ স্বরূপ দুর্গাপুরের বিভিন্ন বেসরকারী স্কুল ও কলেজ গুলোতে একাধিক বার এস .এফ .আই ছাত্র সংঘটন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ডেপুটেশনও করেছে | আজ এস .এফ. আই এর পক্ষ থেকে দুর্গাপুরের বিধাননগর এর একটি বেসরকারী স্কুল কলেজের সামনে সামাজিক দূরত্বকে মেনে অস্বাভাবিক ফী বৃদ্ধির প্রতিবাদে ডেপুটেশন কর্মসূচি করে |