সংবাদ ভাস্কর নিউজ : লকডাউন এর সময় মানুষের কাজকর্ম যখন বন্ধ হয়ে আছে। ঠিক সেইসময় ব্যাংকগুলোর ঋণের কিস্তিতে সুদের উপর চাপিয়ে দিচ্ছে ।অনেক ব্যাংক ঋণের কিস্তি পরিশোধে অনেকেই রিজার্ভ ব্যাংকের সুবিধা নিয়েছেন ।ওই কথা ভুলে গিয়ে মানুষদের সুদের জন্য মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছে কিন্তু দেখা গিয়েছে ওই বাড়তি সময়ের জন্য সুদ বাবদ অনেক বেশি অর্থ পকেট থেকে যাচ্ছিল ।
এবার সেই বিষয়ে হস্তক্ষেপ করে ওই বাড়তি সুদ মকুবের ব্যাপারে তিনদিনের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক ও অর্থমন্ত্রককে আলােচনা করতে বলল সুপ্রিম কোর্ট । বিচারপতি অশােক ভূষণ , এস কে কাউল ও এম আর শাহের বেঞ্চ বলেছে , ওই সময়ে সুদ সম্পূর্ণ মকুবের কথা আসছে না ।
সুদের উপর যে সুদ চাপানাে হয়েছে , প্রশ্ন সেটা ঘিরেই । আগামী সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি । কেন্দ্রের তরফে সওয়াল করা সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান , রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে এই বিষয়ে কথা বলা হবে । আরবিআইয়ের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রকে হলফনামা জমা দিতে বলেছে আদালত ।