-Advertisement-

লকডাউন এ কাজ না থাকায় , পায়ে হেঁটে এসেছিল কলকাতায় চুরির উদ্দেশ্যে –

পশ্চিমবঙ্গ সাধারণ খবর

সংবাদ ভাস্কর নিউজ ডেস্ক : কলকাতা পুলিশের গোয়েন্দারা জানিয়েছেন , লকডাউন চলাকালীন অনেক মানুষের বেকারত্ব বেড়েছে ,দুষ্কৃতীরাও সেই তালিকায় রয়েছে ।
বিভিন্ন জায়গায় লুটপাটের উদ্দেশ্যে কলকাতায় আসে । অফিসাররা লকডাউনের সময় টিপারদের বিভিন্নভাবে সাহায্য করেছেন । ওই খাদ্য সাহায্য করতে গিয়ে জানা যায় , অতীতে অপরাধের প্রমাণ রয়েছে এমন দুজন হেঁটে কলকাতায় আসছেন ।

-Advertisement-


সেইমতো জেলা লাগোয়া এলাকায় থানা গুলিকে সতর্ক করা হয়েছিল , তাতেই ধরা পড়ে যান দুজন । ওই দুজন দুষ্কৃতী – রবিউল মোল্লা ও সবুজ মোল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়া শরিফে ।
পুলিশ জানিয়েছেন , – “লকডাউনের সময় বেকারত্বের কারণে হেঁটেই এসেছিল কলকাতায় চুরির উদ্দেশ্যে”। দুষ্কৃতীদের এই বেপরোয়া মনোভাবই এখন পুলিশের চিন্তার কারণ । পরে পুলিশ ওই দুজন ব্যক্তিকে ধরে গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।

Share this page:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

-Advertisement-